Sunday, October 27, 2019

জুজু আসবে, জুজু আসবে
সিলেটের একটি চা বাগানে নতুন ম্যানেজার স্বপরিবারে ডাকবাংলায় থাকেন। বেশ ভালই কাটছিল তাদের দিনকাল। তার পরিবারে স্বামী স্ত্রী আর ছিল ছোট একটি তিন বছরের ছেলে সন্তান। ছেলেটি খাবার খেতে চাইত না। খাবার খাওয়াতে তার মার খুবই কষ্ট হত। একদিনের ঘটনা। ম্যানেজার সাহেব অফিসে গেছেন। ছেলেটিকে তার মা খাবার খাওয়াতে বসেন, খুব কান্না করছিল ছেলেটি। তার মা বার, বার বলছিল তাড়াতারি খাও বাবা অন্যথায় জুজু আসবে, জুজু আসবে। বারবার জুজু আসবে বলছিল ছেলেটির মা। হঠাৎ ছেলেটির মা তার নিজ কানে শুনতে পায় কেউ একজন ভারী কন্ঠে বলছে “জুজু আসছে, জুজু আসছে”। ছেলেটি মা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। হয়ত মনের ভুল বলে মনকে সান্তনা দেয়। ছেলেটিকে খাওয়ানোর পর ঘুম পারিয়ে  রান্না করতে চলে গেলেন রান্না ঘরে ছেলেটির মা। কিছুক্ষণ পর রান্না করার সময় তার কানে ভেসে আসে আগের মত কন্ঠে “জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে” এবার মহিলা খুব ভয় পেয়ে যান এবং কন্ঠটা কোথা থেকে আসছে তা খুজতে থাকে। এক সময় তার ছেলে ঘরে এসে দেখে তার ছেলে যেখানে শুয়ে ঘুমাচ্ছিল সেখানে কিছু রক্ত ছাড়া আর কিছুই নেই।
[এখানে আমি একটি ম্যাসেজ দিতে চাই আমরা কোন বাচ্চাকে যেন কোন কিছুর ভয় দেখিয়ে তার দ্বারা কোন কাজ করাতে না চাই কেন না আমরা সবাই বলে থাকি  বাঘ আসছে, ভূত আসছে, কালো বুড়ি, শিয়াল, কুকুর, বিড়াল, পাগল, ঈগল, হাম্বা ইত্যাদি আসছে, আবার নৌকায় থাকা অবস্থায় বলি নদীতে ফেলে দিব তোকে। আসলে এসব বললে কোন খারাপ আত্মা যদি শুনে ফেলে তখন সে নিমন্ত্রিত হয়ে যায়। এখানে আমি জুজুর কথা বলেছি এটা ছাড়াও আরও অনেক ধরনের ঘটনা শুনেছি। ছোট একটা ঘটনা বলছি। একবার আমার এক বন্ধু তার ছোট বেলাতে বাবা মা আর তার বড় বোন সিলেট গিয়ে ছিল বেড়াতে। বোনের আবদার ছিল সে বেবিটেক্সিতে যাবে। বেবি না পেয়ে তার রিক্সায় যেতে লাগল। রিক্সা ওয়ালা ছিল র্ধামিক, লম্বা পাকা দাঁড়ি, রিক্সা যখন একটি ব্রীজের উপর উটল তখন বোনের কান্না থামানোর জন্য আন্টি বার বার বলল তোকে নদীতে ফেলে দিব। হঠাৎ রিক্সা থেমে গেল। রিক্সা সামনেও যাচ্ছে না আবার পিছনেও আসছে না। রিক্সা চালক আর নড়াতে পারছে না তার রিক্সা। রিক্সা চালক বলল কেন যে আপনার এসব কথা বলেন বুঝিনা। চালক এও বলল আপনার মেয়ের কাপড়গুলো খুলে দেন, আন্টি তাই করল, চালক সাহেব ব্রীজ থেকে কাপড় গুলো ফেলে দিল নদীতে এর পর আল্লাহর রহমতে  রিক্সা আবার চলতে থাকল। তাই বলছি এই কাজটা থেকে আমরা বিরত থাকব সবাই ইন্শাল্লাহ।]